রোহিঙ্গাদের কানাডায় স্বাগত জানানোর সুপারিশ


অনলাইন ডেস্কঃ রোহিঙ্গা সংকট সমাধানে মানবিক সাহায্য ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণে কানাডাকে নেতৃত্ব দেয়া উচিত। ওই অঞ্চল থেকে রোহিঙ্গা শরণার্থীদের কানাডায় স্বাগত জানানো উচিত। মিয়ানমারে কানাডার বিশেষ দূত বব রে তা চূড়ান্ত প্রতিবেদনে এসব সুপারিশ করেছেন। 

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে গত আগস্টে সেনাবাহিনীর অভিযান শুরুর পর প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসে। তারা এখন শরণার্থী শিবিরে বসবাস করছে।

কানাডার আইনজীবী ও লিবারেল পার্টির সাবেক নেতা বব রে তার প্রতিবেদনে মোট ১৭টি সুপারিশ করেছেন। এতে তিনি দেখিয়েছেন পালিয়ে যাওয়া মুসলিম রোহিঙ্গাদের কীভাবে কানাডা ও আন্তর্জাতিক সহযোগীরা সাহায্য করতে পারে।

বব রে হুশিয়ারি দিয়ে আরও বলেছেন, 'এসব উদ্যোগে সফলতা আসবেই এমন নিশ্চয়তা নেই। কারণে বহু জীবন এখনো বিপন্ন। তবে একটা বিষয় নিশ্চিত সেটি হল এ সংকট সমাধানে যদি আমরা চেষ্টা করতেও ব্যর্থ হই তাহলে পরিস্থিতি সবচেয়ে খারাপের দিকে যাবে।' সূত্র: সিবিসি

Post a Comment

Previous Post Next Post