বউয়ের ফোনে উঁকি দিলে হতে পারে জেল!


অনলাইন ডেস্কঃ বউয়ের ফোনে উঁকি দিল হতে পারে জেল। এমনই নির্দেশনা জারি করা হয়েছে। তবে নিয়ম শুধু বরদের জন্য হয় বউদের জন্যও সমানভাবে প্রযোজ্য। সৌদি আরবে এই নতুন আইন নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যই এই আইন করেছে সৌদি আরব। 

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নারী-পুরুষ নির্বিশেষে এই কাজ করতে পারেন। যদিও এই আইনে অনেকেই মনে করছেন নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ অনেক ক্ষেত্রেই বিবাহ বিচ্ছেদের মামলায় বরের মোবাইল ফোনের একাধিক তথ্যই প্রমাণ হিসেবে জমা দিয়ে থাকেন তারা। স্বামীর মোবাইল ফোনেই বিবাহ বহির্ভূত সম্পর্কের একাধিক প্রমাণ থাকে। এই আইন জারি হওয়ার ফলে আর সে সব প্রমাণ হিসেবে জমা দিতে পারবেন না তারা। 

বউ এবং বর একে অপরের ফোনে উঁকি দিলে জেল তো বটেই হতে পারে মোটা টাকা জরিমানাও। একইসাথে জরিমানা হতে পারে।  

আইন জারির সপক্ষে যুক্তি দিয়ে সৌদির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বেড়ে চলা সাইবার ক্রাইম রুখতেই এটা করা হয়েছে। সূত্র: আজকাল

Post a Comment

Previous Post Next Post