বিয়ে করেছেন 'আয়নাবাজি' তারকা নাবিলা


অনলাইন ডেস্কঃ প্রেমিক জোবাইদুল হক রিমকে বিয়ে করেছেন 'আয়নাবাজি'খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা। রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে  বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এর আগে গত সোমবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়। আজ শুক্রবার নবদম্পতি উড়াল দেবেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে।

তবে হানিমুনে নয়, বরং বর জোবাইদুল হকের প্রাতিষ্ঠানিক কাজে সঙ্গ দিতেই সেখানে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী।

নাবিলা ১৫ বছর সৌদি আরবে ছিলেন। সেখানেই বড় হয়েছেন। পরে বাংলাদেশে ফিরে আসেন। পড়ালেখার পাশাপাশি ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন।

Post a Comment

Previous Post Next Post