আইপিএলে সাকিবের '৫০'


স্পোর্টস ডেস্কঃ সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ১৩৩ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব ১৯.২ ওভারে গুটিয়ে গেল ১১৯ রানে। যার ফলে ম্যাচ শেষে সাকিব আল হাসানের হায়দরাবাদ ১৩ রানের জয়।

দলের স্বল্প পুঁজির জয়ের দিনে ব্যাটে হাতে না পারলেও বল হাতে ঠিকই আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ২৮ রান। বল হাতে ৩ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।

এদিন সাকিব আল হাসান আইপিএলে ৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। মায়াঙ্ক আগারওয়ালকে ফিরিয়ে পূর্ণ করেন ৫০ উইকেটের মাইলফলক। এদিন সাকিব ফিরিয়েছেন অ্যারন ফিঞ্চকেও। 

Post a Comment

Previous Post Next Post