যে কারণে ডানপন্থী ইহুদি নেতাদের সঙ্গে সাক্ষাৎ ক্রাউন প্রিন্স সালমানের



অনলাইন ডেস্কঃ বিশ্বের সবচেয়ে প্রাচীন ইহুদি পরিষেবা সংস্থা বা 'নাই বি'রিথ এর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। শুধু তাই নয়, যুক্তরাজ্য সফরে বেশ কয়েকটি ডানপন্থী ইহুদি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মুহাম্মদ বিন সালমানের ভ্রমণবৃত্তান্ত ঘেঁটে দেখার পর একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স যে সকল ডানপন্থী ইহুদি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেই দলগুলোর মধ্যে অনেকেই অবৈধ বসতি নির্মাণে মিলিয়ন মিলিয়ন ডলার অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত।

এছাড়া সেই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তিনি আরো যেসব সংগঠনের সঙ্গে আলাপ করেছেন, তাদের বেশিরভাগই ইসরায়েলপন্থী এবং অবৈধভাবে বসতি নিমার্ণে অর্থায়ন করা সংস্থা।

কাতার ইউনিভার্সিটির গালফ স্টাডিস প্রোগ্রামের পরিচালক মাহজোব জেইরি বলেন, আরব নেতাদের কাছে অতি পুরনো একটি ধারণা হলো, ওয়াশিংটনের দরজাগুলো ইসরায়েলি নেতাদের দ্বারা সুরক্ষিত। মুহাম্মদ বিন সালমান তাদের অনুসরণ করেছেন। তিনি মার্কিনদের দেখানোর চেষ্টা করেছেন যে, ইসরায়েল-ফিলিস্তিনের ব্যাপারে তাদের যে পরিকল্পনা, সে মোতাবেক জেরুজালেমে মার্কিন দূতাবাস নিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেন তিনি।

Post a Comment

Previous Post Next Post