পাপ প্রায়শ্চিত্তের আশায় লাঠি ও ব্লেড দিয়ে শরীর ক্ষত-বিক্ষত!



অনলাইন ডেস্কঃ ধর্মীয় আচার-রীতি মেনে পাপ প্রায়শ্চিত্তের আশায় নিজেদের চাবুক ও পিঠে ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করে রাস্তায় রাস্তায় মিছিল করেছে ফিলিপাইনের ক্যাথলিকরা।

রাজধানী ম্যানিলার ৭০ কিলোমিটার পূর্বে পাখিল শহরে মুখোশ পড়ে বৃহস্পতিবার এই মিছিল করে। এসময় নিজেদের পিঠে লাঠি দিয়ে আঘাত এবং শরীর ক্ষত-বিক্ষত করে ক্যাথলিকদের ঐতিহ্য তুলে ধরতে দেখা যায়। 

পাপ প্রায়শ্চিত্ত, রোগ থেকে মুক্তি এবং ঈশ্বরের কাছে ইচ্ছা পূরণের আশায় পূর্বপুরুষের ঐতিহ্য হিসেবে এই প্রচলিত রয়েছে।

ক্যাথলিক চার্চ থেকে বাধা দেওয়া সত্ত্বেও ধর্মীয় বিশ্বাসের প্রদর্শনী দেখতে শিশুসহ জনতা রাস্তায় নেমে আসে। সূত্র: ডেইলি মেইল।

Post a Comment

Previous Post Next Post