আজও উত্তপ্ত তুমব্রু সীমান্ত, সতর্ক অবস্থানে বিজিবি



অনলাইন ডেস্কঃ আজও উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমার সীমান্ত। শুক্রবার সকালে ফের তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনারা ফাঁকা গুলি ছুড়েছে বলে জানা গেছে। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। ইতিমধ্যে পতাকা বৈঠকেরও আহ্বান জানানো হয়েছে।

এর আগে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যা‌ন্ডে আশ্রয় নেয়া রো‌হিঙ্গা‌দের ভয়ভী‌তি দেখা‌তে গু‌লিবর্ষণ করে মিয়ানমার সীমান্তরক্ষী বা‌হিনী। ফলে সীমান্তে নতুন উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরাও।

এ ব্যাপারে বি‌জি‌বি ও স্থানীয়রা জানায়, বৃহস্প‌তিবার সন্ধ্যায় জেলার ঘুমধুম ইউ‌নিয়নের তুমব্রু কোনাপাড়া সীমা‌ন্তে গু‌লি ছুড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বা‌হিনী। সীমান্তের নোম্যান্সল্যান্ডে আশ্রয় নেয়া রো‌হিঙ্গাদের ভয়ভী‌তি দেখাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বা‌হিনী বি‌জি‌পি কয়েক রাউন্ড ফাঁকা গু‌লি ছোড়ে। এ ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে রো‌হিঙ্গাসহ সীমান্ত অঞ্চলের বা‌সিন্দাদের মধ্যে। সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বি‌জি‌বি।

Post a Comment

Previous Post Next Post