কুলাউড়ায় ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় ট্রাক চাপায় টিপু অাহমদ (১৬) নামে এক মাধ্যমিক শিক্ষার্থী নিহত হয়েছে।

সে জয়চন্ডি ইউনিয়নের সাবেক মেম্বার অামির অালী কালাইর ছেলে ও উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থী।

স্থানীয় সূত্রমতে (২ মার্চ) শুক্রবার বিকেল সাড়ে তিনটায় উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুলাউড়া-জুড়ী রোডে মোটরবাইকে বাড়ি থেকে কুলাউড়া শহরে যাওয়ার পথে বিপরীত দিকে ট্রাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃ্ত্যু হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

Post a Comment

Previous Post Next Post