সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবেন ট্রাম্প



অনলাইন ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়া থেকে খুব শিগগিরই মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। ওহাইওতে এক সমাবেশে অবকাঠামো বিষয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আমেরিকা অন্যদেরকে সিরিয়ার ভালো-মন্দ দেখার সুযোগ দিতে চায় বলে তিনি ইঙ্গিত করেন। সিরিয়ার পূর্বাঞ্চলে দুই হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যে সাত ট্রিলিয়ন ডলার খরচ করেছি। কিন্তু বিনিময়ে কিছুই পায়নি। ভবিষ্যতে আমেরিকায় চাকরির সুযোগ সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নের কাজে অর্থ ব্যয় করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তবে ট্রাম্পের ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট সাংবাদিকদের বলেছেন, সিরিয়ায় এখনও অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে।

এছাড়া গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদারের পরিকল্পনা গ্রহণ করেছে আমেরিকা। হোমস প্রদেশের আল-তানাফে মার্কিন ঘাঁটিতে ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়েছে। পার্সটুডে

Post a Comment

Previous Post Next Post