ফেঞ্চুগঞ্জে ৫ ইউনিয়নের ৩ টিতেই বিএনপি প্রার্থী বিজয়ী


নিউজ ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জের ৫ইউনিয়নের ৩টিতেই চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপর দুই ইউনিয়নের মধ্যে ১টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে বেসরকারি ভাবে প্তাদের বিজয়ী ঘোষণা করা হয়।    

১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী বদরুদ্দোজা, ২নং মাইজগাঁও ইউনিয়নে বিএনপির ধান প্রতীকে ছুফিয়ানুল করিম চৌধুরী, ৩নং ঘিলাছড়া ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা প্রতীকে লেইছ চৌধুরী, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে বিএনপির ধান প্রতীকে আহমদ জিলু ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে ধান প্রতীকে এমরান আহমদ বিজয়ী হয়েছেন। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ২১ জন, সংরক্ষিত সদস্য পদে ৫০ এবং সাধারণ সদস্য পদে ২২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলেছিল। বেসরকারি ভাবে ৫টি ইউনিয়নের ভোট গণনা শেষে ফল পাওয়া গেছে। অবশিষ্ট ৩টি ইউনিয়ন পরিষদের ভোট গণনা এখনো চলছে বলে জানা যায়। 

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post