সিলেট বিভাগীয় রসায়ন অলিম্পিয়াড শুক্রবার

সিলেট বিভাগীয় রসায়ন অলিম্পিয়াড শুক্রবার

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজনে সিলেট বিভাগীয় রসায়ন অলিম্পিয়াড শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অনুষ্ঠিত হবে। শাবির রসায়ন বিভাগের সার্বিক সহযোগিতায় সিলেট বিভাগীয় অলিম্পিয়াডে বিভাগের ৪টি জেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আয়োজনের আহ্বায়ক শাবির রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুস সোবহান সোমবার এ তথ্য জানান।

অধ্যাপক ড. আব্দুস সোবহান আরো জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টায় রেজিস্ট্রেশন করা হবে, সাড়ে ৯টায় উদ্বোধনী সমাবেশ এবং ১১টায় থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় উন্মুক্ত আলোচনা এবং বিকাল ৩টায় পুরস্কার বিতরণী করা হবে। এই অলিম্পিয়াডের সেরা ২০ শিক্ষার্থী কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত আগামী ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বুয়েটের রসায়ন অলিম্পিয়াড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র দেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post