"ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ" ক্রিকেট খেলতে সাউথ আফ্রিকায় যাচ্ছেন কুলাউড়ার সাহেদ

স্পোর্টস ডেস্কঃ যত দিন যাচ্ছে ক্রিকেটে নতুনত্ব আসছে। সাম্প্রতিক সময়ের নতুন ক্রিকেট সংষ্করন এলএমএস (Last Man Stand) "ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ" টুর্নামেন্ট সাউথ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে অংশ নিতে ১২ ডিসেম্বর বৃহঃষ্পতিবার দেশ ছেড়েছেন সিলেটের কৃতি ক্রিকেটার সৈয়দ মোকাম্মেল আলী সাহেদ। তার বাড়ী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।

সাহেদ ইতিমধ্যে দেশে ও দেশের বাইরে ক্রিকেটে অনেক সুনাম অর্জন করেছে। সে এলএমএস ক্রিকেট লীগে কয়েকটি দেশে গিয়ে ভালো পারফর্ম করায় বাংলাদেশের টিম 'টেক রিপাবলিক' এ খেলার সুযোগ লাভ করে। বিশ্বের সেরা ৩২ টি দল নিয়ে "ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ" টুর্নামেন্ট শুরু হচ্ছে সাউথ আফ্রিকায়।

উল্লেখ্য, এলএমএস এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ২০০৫ এ ইংল্যান্ডে শুরু হলেও এখন প্রায় ১২০ টির উপরে সিটিতে এই ক্রিকেটটা চলছে। কিন্তু এই "আজব" সব নিয়মের খেলাটা খেলতে হলে আপনাকে প্রথমে জানতে হবে খেলাটার নিয়ম কানুন। ৮ জন প্রতি দলে থাকবে এবং একটা দলকে আউট করতে হলে অই ৮ টা উইকেটই ফেলতে হবে। শেষ ব্যাটসম্যান (Last man) যিনি থাকবেন তিনি শুধু ২/৪/৬ রানই নিতে পারবেন। আরও অনেক নিয়মই এখানে বিদ্যমান। যেমন বোলারদের জন্য একটা শর্ট রান আপের ব্যবস্থা করা। এর বাইরে থেকে রান আপ নিয়ে বল করা যাবে না এরকম অনেক কিছুই "Last man Stands" ক্রিকেট টাকে জনপ্রিয় করে তুলেছে। আমাদের দেশে ২০১৪ সালে এই ক্রিকেট টা প্রথম চালু হয় এবং এই বছরই যে টুর্নামেন্ট হল সেই টুর্নামেন্ট এর সেরা সেরা পার্ফরমাররা সুযোগ পাচ্ছেন সাউথ আফ্রিকার কেপ্টাউনে "ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ" টুর্নামেন্ট এ অংশ নেয়ার। বিনোদন, ব্যবসায়িক লাভ তো আছেই এর পাশাপাশি Last Man Stands এর মুল এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে এমিচিউর ক্রিকেটারদের প্রফেশনাল মুডে মডিফাই করা।

ক্রিকেটার সৈয়দ মোকাম্মেল আলী সাহেদ সকলের কাছে দোয়া কামনা করে বলেন, তিনি যাতে দলের পক্ষে ভালো পারফর্ম করে তার দলকে চ্যাম্পিয়ন করতে পারেন।

Post a Comment

Previous Post Next Post