কুলাউড়ায় ভোক্তা অধিকার আইনে মাংস ব্যবসায়ীকে জরিমানা


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিভিন্ন যায়গায় জাতীয় ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তর অভিযান চালিয়ে মাংস ব্যবসায়িসহ একটি ঔষধালয়কে জরিমানা করা হয়েছে।

ঔষধের নির্ধারীত মূল্য কেটে অতিরিক্ত দাম লেখার কারনে কুলাউড়ার দক্ষিণবাজারস্থ সেবা ঔষধালয়কে এই জরিমানা করা হয়।

বুধবার (৬ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

জানা যায়,উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে গরুর মাংসের ওজনে কম দেওয়া, খাসির মাংসের ব্যবসায়ীর ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, মাছ উজনে কম দেওয়া, ঔষধের নির্ধারীত মূল্য কেটে অতিরিক্ত দাম লেখাসহ বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়।

জরিমানাকৃত ব্যবসায়ি প্রতিষ্ঠান গুলো হল, হায়দার আলির মাংসের দোকানকে ৩ হাজার টাকা, ছবির মিয়ার মাংসের দোকানকে ১৫শতটাকা, রহমত আলির মাছের দোকানকে ১হাজার টাকা এবং সেবা ঔষধালয়কে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

Post a Comment

Previous Post Next Post