দিবা-রাত্রির ঐতিহাসিক অ্যাশেজ

দিবা-রাত্রির ঐতিহাসিক অ্যাশেজ

স্পোর্টস ডেস্কঃ অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য এই টেস্টটি দুদলের জন্য ঐতিহাসিক ম্যাচ।

এই প্রথমবারের মত অ্যাশেজের কোন ম্যাচ দিবা-রাত্রির। তবে এর আগে ছয়টি দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হয়েছে। ১৩৫ বছরের ঐতিহ্যবাহী সিরিজ অ্যাশেজের দ্বিতীয় ম্যাচটি তাই হতে যাচ্ছে ক্রিকেট ইতিহাসের সপ্তম দিবা-রাত্রির টেস্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হতে চলা এই ঐতিহাসিক টেস্টে জয়ে স্বাদ নিতে মরিয়া দুই দলই।

টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত ৬ বার দিবা-রাত্রির ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০১৫ সালে সর্বপ্রথম দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হয়। অ্যাডিলেডে অনুষ্ঠিত ঐ টেস্টে মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ম্যাচটি ৩ উইকেটে জিতেছিলো অজিরা।

এরপর আরও দুই বার দিবা-রাত্রির টেস্ট ম্যাচে অংশ নেয় অস্ট্রেলিয়া।

তবে মাত্র একবার দিবা-রাত্রির টেস্ট খেলতে পেরেছে ইংল্যান্ড। চলতি বছরই তারা প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলে। তাই দিবা-রাত্রির টেস্ট খেলার দিক দিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অভিজ্ঞ। তবে মর্যাদাকর অ্যাশেজের ১৩৫ বছরের ইতিহাসে এবারই প্রথম দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এমন ঐতিহাসিক টেস্টকে স্মরণীয় করে রাখতে চাচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। অজি অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, 'অ্যাশেজের সকল ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে আগামীকালের ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট হতে যাচ্ছে অ্যাশেজে। আমরা সবাই এই ম্যাচ নিয়ে উত্তেজনা অনুভব করছি। আমার মনে হয়, ইংল্যান্ডের ক্রিকেটারদেরও একই অবস্থা। আশা করছি খুব জমজমাট ও প্রতিন্দ্বন্দিতাপূর্ণ এক ম্যাচ হবে। '

সিরিজের প্রথম টেস্টে ব্যাট-বল হাতে ব্যর্থ ছিল ইংল্যান্ড। তবে ব্রিজবেনে হার নিয়ে চিন্তিত নন ইংলিশ অধিনায়ক জো রুট। তার আশা অ্যাডিলেডেই দল ঘুরে দাঁড়াবে, 'প্রথম টেস্টে আমাদের যেভাবে খেলা উচিত ছিলো, সেভাবে খেলতে পারিনি। তবে আমার দৃঢ় বিশ্বাস, অ্যাডিলেড টেস্টে দল ভালো ক্রিকেট খেলবে এবং সিরিজে সমতা আনবে। এই টেস্টটি আমাদের সকলের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রথমবার অ্যাশেজের কোন টেস্ট দিবা-রাত্রির হতে যাচ্ছে। এমন ঐতিহাসিক টেস্টে ভালো করতে সবাই উন্মুখ। '

Post a Comment

Previous Post Next Post