সিলেটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

সিলেটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত


অনলাইন ডেস্ক: প্রতিবছরের ন্যায় এবছরও সিলেটে ২৬তম আন্তর্জাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। "সবার জন্য টেকসই ও সমৃদ্ব সমাজ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি চৌহাট্টা পয়েন্টে হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল অডিটরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

৩ ডিসেম্বর রবিবার ২৬তম আন্তর্জাতিক এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশনের জেলা সমাজ সেবা কার্যালয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসকারী সংগঠনসমূহ এর উদ্যোগে নগরীতে একটি র‌্যালী বের হয়। র‌্যালী পরিবর্তীতে রিকাবী বাজার কবি নজরুল অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট এর জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পুলিশ সুপার মনিরুজ্জামান, সিলেট সিটি কর্পোরেশনের প্রাধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সৈয়দা জেবুন্নেছা । স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপরিচালক নিবাস রঞ্জন দাশ।

Post a Comment

Previous Post Next Post