হিফজুর রহমান তুহিন: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একজন প্রতিভাবান নৃত্য শিশু শিল্পীর নাম অর্থি সিনহা। সে আম্বিয়া কে,জি স্কুলে চতুর্থ শ্রেণী অধ্যয়নত। তার বয়স ৮ বছর। এই বয়সেই সে একজন প্রতিভাবান নৃত্য শিশু শিল্পী হিসাবে সবার নজর কেড়েছে। সম্প্রতি মনিপুরী একটি নৃত্য দলের সাথে ভারত সফরে করে এসেছে। সেখানে দলের একজন সদস্য হিসাবে প্রশংসা কুড়িয়েছে। তার বাবার নাম অমূল্য কুমার সিংহ। তিনি একজন সরকারী কর্মকর্তা। মা মমতা রানী সিনহা। তিনি বেসরকারী আম্বিয়া কে,জি স্কুলের অধ্যক্ষ। বাবা মায়ের অনুপ্রেরনায় সে নৃত্যের তালিম নিচ্ছে। ভারত সফরে দলের সঙ্গে গিয়েছিলেন আদিবাসী নেতা অান্তর্জাতিক ভাবে পরিচিত সমজিৎ সিংহ।
ঢাকার নামকরা সংগঠনের উদ্যোগে কমলগঞ্জের ঘোরামারার মনিপুরী নৃত্য শিল্পীদের সম্নয়নে একটি দল ভারত সরকারের আমন্ত্রনে দিল্লীর বিখ্যাত প্রতিষ্টান বাল সংগামে গত অক্টোবর মাসে ৭ দিনের সফরে দিল্লী ভ্রমন করে। সেখানে নামকরা ভারতীয় নৃত্য শিল্পীদের কাছ হতে তালিম দলটি। অর্থি সিনহা শিশু শিল্পী হিসাবে সেখানে চমৎকার নৃত্য পরিবেশন করে। সেখানে দিল্লীর বাংলােদশী হাইকমিশনারে কাছ হতে প্রশংসা পত্র গ্রহন করে সে। এলাকাও সে নৃত্য শিল্পী হিসাবে নিজের অবস্থান তৈরী করতে পরিশ্রম করে চলেছে। সে স্থানীয় মনিপুরী প্রশিক্ষকদের কাছ হতে নৃত্যের কলাকৌশল শিখেছে। সে ভবিষতে একজন প্রতিষ্টিত মনিপুরী শিল্পী হিসাবে নিজেকে গড়তে চায়। সবার কাছে সে দোয়া প্রার্থী।