বিয়ানীবাজার সরকারি কলেজের ১০ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

বিয়ানীবাজার সরকারি কলেজের ১০ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার সরকারি কলেজে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ১০ তলা বিশিষ্ট নান্দনিক ভবন। আজ রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি কলেজে ১০তলা বিশিষ্ট এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দুইটি পুর্ণাঙ্গ ভবন. তিনটি সম্প্রসারণ ভবন, কলেজের শিক্ষক ডরমেটরি নির্মানসহ কলেজের উন্নয়নে ৪০ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে।
নতুন প্রশাসনিক ও একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, সহ সভাপতি আব্দুল আহাদ কলা ও নাজিম উদ্দিন, শিক্ষামন্ত্রীরর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post