শনিবার বিকাল ৩টার সময় গোলাপগঞ্জ পৌর সদরের কদমতলীর গোডাউন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় পুলিশের এসআই সেন্টু খেলোয়াড় সেজে তীর খেলায় প্রথমে যোগ দেন। এসময় বাইরে অবস্থানরত এসআই মঞ্জুরুল ইসলাম একদল পুলিশ নিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ইসলামপুর গ্রামের মাছম আলীর পুত্র হাবীবুর রহমান হাবীব(২৬),একই গ্রামের আব্দুল হাই এর পুত্র সুহেল আহমদ(২১) , গোলাপগঞ্জ উপজেলার গোষগাঁও খালর পার গ্রামের সাকির আলীর পুত্র বাবলু আহমদ(২৪) ।
আটককৃতদেরকে রবিবার দুপুরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসলে তাদের মোবাইল কোর্ট পরিচালনার করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান। ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারায় মামলা নং-৪২/০৩-১২-১৭ইং রুজু করে আটককৃত ৩ জুয়াড়ীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করেন। সুত্রঃ সিলেটভিউ২৪ডটকম