'ইয়ূথ এন্ডিং হাঙ্গার' সিলেট জেলা কমিটি গঠিত

'ইয়ূথ এন্ডিং হাঙ্গার' সিলেট জেলা কমিটি গঠিত

বিশেষ প্রতিনিধিঃ সিলেটে প্রথম বারের মত ইয়ূথ এন্ডিং হাঙ্গার এর সিলেট জেলা কমিটি গঠিত হল।

গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট জনকল্যাণ ভবনে সিলেট জেলা ইয়ূথ লিডারদের উপস্থিতিতে সবার মতামতের ভিত্তিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হয়। সবার মতামতের ভিত্তিতে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ইলেকশনের মাধ্যমে নতুন জেলা কমিটি গঠিত হয়।

'ইয়ূথ এন্ডিং হাঙ্গার' সিলেট জেলা কমিটি গঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট'র সিনিয়র প্রোগ্রাম মেনেজার ও ট্রেনিং ইউনিটের প্রধান জমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রধান আব্দুল হালিম, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট'র নির্বাহী পরিচালক শাহিন আহমদ।

'ইয়ূথ এন্ডিং হাঙ্গার' সিলেট জেলা কমিটি গঠিত

ইয়ূথ এন্ডিং হাঙ্গার সিলেট জেলা কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেনঃ কো অর্ডিনেটর কামাল আহমদ গাজী, যুগ্ন কো অর্ডিনেটর মারুফুজ্জামান অসিন, সহ যুগ্ন কো-অর্ডিনেটর জুমান হোসেন জয়, সাধারণ সম্পাদক জাবের আহমদ ফাহিম, সহ সাধারণ সম্পাদক মহসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক এইছ এম সালাম, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল আহমদ রবি, দপ্তর সম্পাদক ফাতেমা ওয়াজ উদ্দিন, সহ দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক দিলীপ পাশী, কোষাধ্যক্ষ মুমিনুল হক ফাহিম, কর্মশালা সম্পাদক রাইমা আক্তার রুমা, সহ কর্মশালা সম্পাদক সুবাহ আক্তার, প্রতিযোগিতা সম্পাদক মাহমুদুল ইসলাম সেলিম, সহ প্রতিযোগিতা সম্পাদক সাদিয়া আক্তার, প্রচার সম্পাদক ফাহমিদা মুন্নি, সহ প্রচার সম্পাদক শিপার আহমদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নিপুল কর্মকার, সহ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, বিশেষ দিবস পালন সম্পাদক নাজেরা বেগম, সহ বিশেষ দিবস পালন সম্পাদক দেবেন রঞ্জন দাস।

Post a Comment

Previous Post Next Post