স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজারের খুমিয়ায় জোসনা বেগম নামের এক মহিলার কাছ থেকে ২,২০,০০০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর ) দুপুরে উপজেলার ব্রাহ্মনবাজার খুমিয়া রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, জায়গা রেজিস্ট্রারি করতে ব্রাহ্মনবাজার পুবালী ব্যাংক থেকে ১,০০,০০০ টাকা ও আগের ১,২০,০০০ টাকা নিয়ে জোসনা বেগন যাত্রীবাহি সিএনজি করে কুলাউড়ার রেজিস্ট্রারি অফিসের উদ্দ্যেশ্য যাচ্ছিলেন।
এসময় ঘটনাস্থলে পৌঁছালে দুইটি মোটরসাইকেল করে চার যুবক তাদের গতিরোধ করে দাড়ালো অস্রর ভয় দেখিয়ে হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূছা ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের ঘটনার খবর পেয়েছি। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।