নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রচার র‍্যালী অনুষ্ঠিত


নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রচার র‍্যালী অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার: মৌল্ভীবাজারের কুলাউড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের শতদশ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী আয়োজন উপলক্ষে এক প্রচার র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।


শতদশ বর্ষ উদযাপন কমিটির উদ্যাগে মঙ্গলবার ৫ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ হতে প্রচার র‍্যালী পোর শহর প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


র‍্যালীতে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, প্রধান শিক্ষক আমির হোসেন, অভিভাবক সদস্য রেদওয়ান খাঁন, ফাহমিদা চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন, সহকারী শিক্ষক নোমান আহমদ, সাজ্জাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এপেক্সিয়ান জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post