সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়

সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। উপজেলার মধ্যে জেএসসি পরিক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন ও সর্বোচ্চ ৩৩ টি জিপিএ-৫ প্রাপ্ত হয়ে উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বিদ্যালয়টি।

এ সাফল্যে উৎফুল্ল শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ৩০ ডিসেম্বর শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে মিষ্টি বিতরণ করেন।

এবারের জেএসসি পরিক্ষায় এ বিদ্যালয় থেকে ২৬৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে, তাদের মধ্যে ২৩৯ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন, এ গ্রেড পেয়েছে ৪৭ জন, এ- গ্রেড পেয়েছে জন ৩৫, বি গ্রেড পেয়েছে ৪৮ জন, ও সি গ্রেড পেয়েছে ৭৬ জন শিক্ষার্থী।

এ ফলাফলের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন প্রিয় কুলাউড়াকে বলেন, এ সাফল্যের জন্য শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটি ও  অভিভাবকবৃন্দ সকলেই প্রসংশার দাবীদার।
আমি সকল শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক ও আমাদের সকল শুভাকাংক্ষীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Post a Comment

Previous Post Next Post