কুলাউড়া উপজেলা মহিলা আ'লীগের কমিটি গঠন

কুলাউড়া উপজেলা মহিলা আ'লীগের কমিটি গঠন


স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবি মরহুম এড. সৈয়দ কামাল উদ্দিন আহমদের বাসভবনে এক আনুষ্ঠানিক বৈঠকের মধ্যে দিয়ে এ কমিটি গঠন করা হয়।

জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দা জোহরা আলা উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজিয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রিনা বেগম চৌধুরীকে উপজেলা সভাপতি ও শর্মিলা আক্তার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সহ- সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল রউফ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post