নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের শতদশবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশনের মেয়াদ বর্ধিত

 নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের শতদশবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশনের মেয়াদ বর্ধিত


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের শতদশবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশনের মেয়াদ বর্ধিত করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ইং তারিখের মধ্যে রেজিঃ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

রেজিঃ ফি প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ৫০০/= (পাঁচ শত) টাকার পরিবর্তে ২০০/= (দুই শত) টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রাচীন এই বিদ্যাপীঠ ২০১৮ সালে শতদশ বর্ষ পূর্ণ করবে। তাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গৌরবের শতদশ বর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে। এটি কোন পূণর্মিলনী উৎসব নয়। এবং এই শতদশ বর্ষ উদযাপনের সহিত (বর্তমানে) উদ্যোগ নেয়া (পূর্বের) শতবর্ষ উদযাপনের কোন সম্পর্ক নেই। আয়োজকদের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিঃ কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে অনুরোধ করা হয়েছে।

রেজিস্ট্রেশনের জন্য ৩ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ বিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। এছাড়াও মোবাইলের মাধমে ০১৭১৩-৪৫৩২৭৩, ০১৭৬১৫৩২০৯৭ নম্বরে কল করে অথবা www.ncmhs.edu.bd তে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন। লেখা পাঠানো যাবে nc100years.souvenir@gmail.com ই-মেইলে।

Post a Comment

Previous Post Next Post