স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার’-এর অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করে।
এই অসামান্য অর্জনকে ‘আনন্দ শোভাযাত্রা’র মাধ্যমে উদযাপন করার সিদ্ধান্ত নেয় সরকার।
এ উপলক্ষ্যে শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কুলাউড়া মুক্ত স্কাউট সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি কুলাউড়া উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু করে শহর পদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রা শেষে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।