কমলগঞ্জে সনদ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

কমলগঞ্জে সনদ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন


কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুন নূর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
২০ নভেম্বর,  সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে কমলগঞ্জ পৌর মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আব্দুন নূর জাহান চৌধুরী কল্যান ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলীর সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক সমাজ সেবক শিক্ষানুরাগী অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুন নূর মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা সাবেক চিপ হুইপ আব্দুস শহীদ এম পি ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক চিপ হুইপ আব্দুস শহীদ বলেন, "সরকার আধুনিক শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে, ব্যক্তি উদ্যোগে সামর্থ্য অনুযায়ী সমাজ উন্নয়ন-বিনির্মাণ, শিক্ষা প্রচার ও প্রসার নিয়ে যুগের অধিক সময় ধরে কাজ করে যাচ্ছে আব্দুন নূর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্ট। তাদের এই কার্যক্রম শিক্ষার প্রচার প্রসারে সহায়ক। আব্দুন নূর মাস্টার সাহেবের মত সমাজের সকলকে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে"। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হক , কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বাবুল মোর্শেদ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান সেলিম, সাংবাদিক,সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক আহমদ সিরাজ । 
এছাড়াও সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক অঙ্গনের  নেতৃবৃন্দ এবং অভিবাবক ও কৃতি ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। 

২০১৬ সালের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে।

৪র্থ শ্রেণিতে বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- সাহিদা রহমান চৌধুরী (মেধাবৃত্তি ১ম স্থান) আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, তাজদীদ ইসলাম রোহান (মেধাবৃত্তি ২য় স্থান) আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, খাদিজা চৌধুরী তিশা (মেধাবৃত্তি ৩য় স্থান) শহীদনগর আদর্শ বিদ্যা নিকেতন, রাজন আহমদ (মেধাবৃত্তি ৪র্থ স্থান) সাজেদা বারী কিড্স কিন্ডার গার্টেন এন্ড ক্যাডেট হাই স্কুল, আদিবা রাশদ রিয়া (মেধাবৃত্তি ৫ম স্থান) সাজেদা বারী কিড্স কিন্ডার গার্টেন এন্ড ক্যাডেট হাই স্কুল, মিথিলা দেব মিথি (মেধাবৃত্তি ৬ষ্ঠ স্থান) বিএএফ শাহীন কলেজ, ফাতেমা মীম তুলি (মেধাবৃত্তি ৭ম স্থান) আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, নাজবিন নাহার হৃদি (মেধাবৃত্তি ৮ম স্থান) আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, নূহা চৌধুরী (মেধাবৃত্তি ৯ম স্থান) দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোস্তফা স্বাধীন (মেধাবৃত্তি ১০ম স্থান) শহীদনগর আদর্শ বিদ্যা নিকেতন।
৫ম শ্রেণিতে বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- তাছপিয়া আক্তার (মেধাবৃত্তি ১ম স্থান) বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রীতি রানী নাথ (মেধাবৃত্তি ২য় স্থান) বিএএফ শাহীন কলেজ, মাহবুবুর রহমান (মেধাবৃত্তি ৩য় স্থান) আম্বিয়া কিন্ডার গার্ডেন স্কুল, যারীন তাসনিম (মেধাবৃত্তি ৪র্থ স্থান) বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার্থ সারথী পাল (মেধাবৃত্তি ৫ম স্থান) শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানজিদা আফরোজ সুমা (মেধাবৃত্তি ৬ষ্ঠ স্থান) কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোছা. সোনিয়া আক্তার (মেধাবৃত্তি ৭ম স্থান) বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহফুজুর রহমান (মেধাবৃত্তি ৮ম স্থান) আম্বিয়া কিন্ডার গার্ডেন স্কুল, আশরাফুল ইসলাম চৌধুরী শুভ (মেধাবৃত্তি ৯ম স্থান) শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্নব কান্তি মল্লিক (মেধাবৃত্তি ১০ম স্থান) বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৮ম শ্রেণিতে বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- মিনহাজুল ইসলাম (মেধাবৃত্তি ১ম স্থান) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, আজমাঈন ফায়েক রাহমান (মেধাবৃত্তি ২য় স্থান) বিএএফ শাহীন কলেজ, সাগর মালাকার (মেধাবৃত্তি ৩য় স্থান) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, তানজীম আহমদ তরপদার (মেধাবৃত্তি ৪র্থ স্থান) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, সামিয়া ফেরদৌস প্রমা (মেধাবৃত্তি ৫ম স্থান) বিএএফ শাহীন কলেজ, আল আরাফ্ তরপদার (মেধাবৃত্তি ৬ষ্ঠ স্থান) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, এ্যানী রানী দাশ (মেধাবৃত্তি ৭ম স্থান) কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, মো. ছালা উদ্দিন (মেধাবৃত্তি ৮ম স্থান) পতনঊষার উচ্চ বিদ্যালয়, জাকির হোসেন লিমন (মেধাবৃত্তি ৯ম স্থান) পতনঊষার উচ্চ বিদ্যালয়, সুমাইয়া রহমান (মেধাবৃত্তি ১০ম স্থান) পতনঊষার উচ্চ বিদ্যালয়।

উপস্থিত অতিথিবৃন্দ ট্রাস্ট ধারা সম্পাদিত মানব কল্যানের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের সকলকে স্ব স্ব অবস্থান থেকে সমাজের কল্যান মঙ্গল নিহিত কাজে নিজেদের সম্পৃক্ত করার পরামর্শ দেন।

Post a Comment

Previous Post Next Post