যুদ্ধবিমান থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ইরান!

যুদ্ধবিমান থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ইরান!

অনলাইন ডেস্কঃ অত্যাধুনিক প্রজন্মের ক্ষেপণাস্ত্রে নিরেট জ্বালানি ব্যবহার করতে যাচ্ছে ইরান। দেশটির জাতীয় প্রতিরক্ষা প্রযুক্তি দিবসের অনুষ্ঠানে এই সলিড ফুয়েল বা নিরেট জ্বালানি উন্মোচন করা হয়েছে।

এবার যুদ্ধবিমান থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ইরান! দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এই নতুন ক্ষেপণাস্ত্র জ্বালানি উদ্বোধন করে বলেছেন, আগামী দিনে প্রতিরক্ষা ব্যবস্থায় পথ দেখাবে ইরান।
ফতেহ ৩১৩ নামের এ ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে নির্ভূল আঘাত হানতে সক্ষম বলে কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস শিল্প সংস্থা বিশেষজ্ঞরা নিজস্ব প্রযুক্তিতে ফতেহ ৩১৩ তৈরি করেছেন। যৌথ নিরেট জ্বালানি শক্তিতে পরিচালিত অত্যাধুনিক প্রজন্মের এ ক্ষেপণাস্ত্রের সেন্সর ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এর আগে, পরীক্ষমূলক উৎক্ষেপণে লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে ফতেহ ৩১৩। ক্ষেপণাস্ত্রটির আরো বেশি পরিমাণ ব্যবহারের জন্য বরাত দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post