সামাজিক কর্মকান্ড যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে : আসম কামরুল ইসলাম

সামাজিক কর্মকান্ড যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে : আসম কামরুল ইসলাম


আমিন জাহান ঃ ‘সামাজিক কর্মকান্ড যুবসমাজকে সকল অন্যায়, অপরাধ ও মাদক থেকে দূরে রাখে। সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে আজ যুব সমাজ কাজ করছে। সমাজের অসহায়, বঞ্চিত মানুষের সাহায্যে যুবসমাজ অগ্রনী ভূমিকা পালন করছে। দেশের বিগত প্রাকৃতিক দুর্যোগে বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাড়িয়েছে কুলাউড়ার সোস্যাল কেয়ার অব নেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের যুবসমাজ। এই সংগঠনের বিগত কর্মকান্ড বেশ প্রশংসা কুড়িয়েছে। আমরা তাদের প্রতিটা কাজে সাধ্যমত সহযোগীতা করেছি, ভবিষ্যতেও সহযোগীতার হাত প্রসারিত থাকবে।
কুলাউড়ার সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে এক আলোচনা সভায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের উত্তরবাজরস্থ শাপলা মার্কেটে সংগঠনের ৫ম বর্ষে পদাপর্ণ উপলক্ষ্যে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল ইসলামের সঞ্চালনায় এবং নব নির্বাচিত সভাপতি মোহাইমিন ইসলাম মাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, ক্লাবের উপদেষ্টা ও নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা ডা. হেমন্ত চন্দ্র পাল, সাংবাদিক মোক্তাদির হোসেন, সংগঠনের উপদেষ্টা শহিদুল ইসলাম তনয়, সাংবাদিক এস আলম সুমন, সংগঠনের উপদেষ্টা একেএম জাবের, সাংবাদিক শরীফ আহমদ, সাংবাদিক শাকির আহমদ, কুলাউড়া মুক্ত স্কাউটের সাধারণ সম্পাদক সামসুদ্দিন বাবু।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মীনী শর্মিলা চৌধুরী, ডা. হেমন্ত চন্দ্র পালের সহধর্মনী শান্তা পাল, বর্ণমালার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, মান্না,  ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবু, কলেজ ছাত্রদল নেতা ইমদাদুল হক মিলন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ফরহাদ হোসেন, ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মো. আলাউদ্দিন, শাহিদ আহমদ, সংগঠনের সিনি. সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, সোহেল আহমদ, খায়রুল কবির জাফর, আবু রুম্মান চৌধুরী, রনি আহমেদ, সায়েম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম আরিফ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ চৌধুরী, প্রচার সম্পাদক মোক্তার আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাহিদ হাসান শিবলু, সদস্য আমিন জাহান, সালাউদ্দিন আল সালুক, ভাষ্কর দে, নাইম খান, অলক চন্দ, নাহিদ খান নয়ন, সৈয়দ আবির হোসেন, সৈয়দ শামসুল ইসলাম, খালেদুর রহমান তানজুল, জেএস নাবিল, আরাফাত রহমান, মো. খয়রুল ইসলাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post