স্টাফ রিপোর্টারঃ “সেবা, সু-নাগরিকত্ব, সৌহার্দ্য” এই তিন মূলমন্ত্র লালন করে
এগিয়ে চলছে এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ১৮ তম ক্লাব (জেলা ৪ এর
অন্তভুর্ক্ত) এপেক্স ক্লাব অব মৌলভীবাজার।
৩ নভেম্বর শুক্রবার দিন ব্যাপী রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
অনুষ্ঠিত হয় জেলা ৪ এর আয়োজনে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের
সার্বিক তত্ত্বাবধানে ১০ম এপেক্স (চৌধুরী আতাউর রহমান আজাদ)
প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা ২০১৭। দুই শিফটে অনুষ্ঠিত সর্বমোট
৪৫টি স্কুলের ৫ম শ্রেণীর ৩৭৫ জন শিক্ষার্থী উক্ত মেধা বৃত্তি পরীক্ষায়
অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জেলা ৪ এর গভর্নর এপেঃ মিসবাহউর রহমান
আলম উপস্থিত ছিলেন।
১০ম এপেক্স প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা ২০১৭ পরীক্ষা নিয়ন্ত্রকের
দায়িত্বে ছিলেন, ক্লাব পিপি এপেঃ তোফায়েল আহমদ ডালিম, হল
সুপারের দায়িত্বে ছিলেন, এপেঃ সোহেল আহমদ। পরীক্ষার বিরতিতে
ক্লাব এলএম এপেঃ এএফএম ফৌজি চৌধুরীর পৃষ্ঠপোষকতায় একটি
দুস্থ পরিবারকে এক বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন সময় হল পরিদর্শন করেন, কুলাউড়া উপজেলা
পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী
কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বি, কুলাউড়া পৌর মেয়র
আলহাজ্ব শফি আলম ইউনুছ, ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান
সাহেদ, জেলা পরিষদের সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, উপজেলা
শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুনুর রহমান, কুলাউড়া ব্যবসায়ী
কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পৌর কাউন্সিলর ইকবাল
আহমদ শামীম, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ
উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, লাইফ মেম্বার এপেঃ এ.এফ.এম ফৌজি
চৌধুরী, এপেক্স ক্লাবস অব বাংলাদেশের প্যাট্রন মেম্বার এপেঃ এড.
চৌধুরী আতাউর রহমান আজাদ, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মো. মুজাহিদুল ইসলাম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সালাম, বি.এইচ সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাইয়ুম চৌধুরী,
লিটল স্টার একাডেমির প্রধান শিক্ষক হিফজুল এনাম খান,
বিআরডিবি’র চেয়ারম্যান ফজলুল হক ফজলু, ডিভাইস কন্ট্রোলের
পরিচালক মাহবুব আহমদ চৌধুরী, তায়েফস্থ কুলাউড়া প্রবাসী
সমিতির সভাপতি জিল্লুর রহমান, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের
সভাপতি মো. সামসুদ্দিন বাবু, এপেক্স ক্লাব অব বিশ্বনাথের পিপি
এপেঃ এড. বদরুল আহমদ চৌধুরী, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের পিপি
এপেঃ এড. মাছুম আহমদ, দৈনিক উত্তর পূর্বের মৌলভীবাজার
প্রতিনিধি সাইদুল হাসান সিপন, প্রিয় কুলাউড়ার সম্পাদক ও
প্রকাশক একেএম জাবের, চারুহাটের পরিচালক জিয়াউল হক জিয়া,
দৈনিক বিজয়ের কন্ঠের কুলাউড়া প্রতিনিধি সুমন আহমদ, এপেক্স ক্লাব
অব গ্রীন হিলস এর সভাপতি এপেঃ নাজমুল হুদা, কুলাউড়ার সংলাপ
পত্রিকার স্টাফ রিপোর্টার ইউসুফ আহমদ ইমন প্রমুখ।
দিন ব্যাপি এই আয়োজনে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের যে সকল
এপেক্সিয়ান বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেছেন, ক্লাব পিপি এপেঃ আবদুল
হাই, এপেঃ শহীদুল ইসলাম তনয়, এপেঃ শাহীন আহমদ, ক্লাব
প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ
সুরমান আহমদ, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ ডা. হেমন্ত
চন্দ্র পাল, সেক্রেটারি এন্ড ডিএনই এপেঃ জাহাঙ্গির আলম, ট্রেজারার
এপেঃ আবদুল বাছিত জাহাঙ্গির, সার্ভিস ডিরেক্টর এপেঃ শফিউল আলম
সৌরভ, মেম্বারশীপ এন্ড এ. ডিরেক্টর এপে জুবায়ের আহমদ সোহেল,
সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ আলতাফ হোসেন সুমেল, অ্যাকটিভ
ফ্লোর মেম্বার এপেঃ আজিজুর রহমান, এপেঃ আবদুল মুহিত বাবলু, এপেঃ
এম.এ জলিল, এপেঃ মুজিবুর রহমান মুজিব, এপেঃ মুশফিকুর রহমান
প্রমুখ।
