ট্রাম্পের তৃতীয় বিয়ের কেক নিলামে!

ট্রাম্পের তৃতীয় বিয়ের কেক নিলামে!


অনলাইন ডেস্কঃ ক্ষমতার বিচারে বিশ্বের শীর্ষে তিনি। একযোগে প্রেসিডেন্ট, শিল্পপতি, রাজনীতিক।

এমন এক ব্যক্তির তৃতীয় বিয়ের কেক নাকি নিলামে উঠছে। এও সম্ভব!‌ সম্ভব বৈকি না হলে নিলাম হবে কেন?‌ কিন্তু প্রশ্ন উঠছে ট্রাম্প-মেলানিয়া বিয়ের পরে কি কেক কাটেননি?‌ অতিথিরা তাহলে কোন কেক খেয়েছিলেন?‌ 
ট্রাম্প-মেলানিয়ার বিয়ের কেক প্রস্তুতকারক কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিয়ের কেকের আয়তন এতটাই বড় ছিল যে সেটা তারা কাটেননি। তার ক্ষুদ্র সংস্করণ তৈরি করে অতিথিদের প্রত্যেককে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়েছিল।  

কেক প্রস্তুতকারক সংস্থা আরও জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় বিয়ের কেকের ছিল সাতটি স্তর। ওজন ২০০ পাউন্ড। বাটার ক্রিমের পুরু আস্তরণের উপর ৩ হাজার আইসিং ক্রিম রোজ দিয়ে সাজানো হয়েছিল।  

কেকটি এতটাই ভারি ছিল যে অসংখ্য তার দিয়ে সেটিকে দাঁড় করিয়ে সাতটি স্তরে সাজানো হয়েছিল। সে কারণেই সেটি কাটেননি ট্রাম্প দম্পতি। তার পরিবর্তে সকলকে একটি করে সে রকমই কেক (‌ছোট সংস্করণ)‌ দেওয়া হয়েছিল।

লস এ্যাঞ্জেলেসের জুলিয়ন অ্যাকশন হাউস কর্তৃপক্ষের দাবি, নিলামে উঠলে সেটির দাম দেড় থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত উঠবে। ‌‌

Post a Comment

Previous Post Next Post