হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ইমরুল

হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ইমরুল

স্পোর্টস ডেস্কঃ ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইমরুল কায়েস। শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৩২ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৭ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এর মাধ্যমেই বিপিএলে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
বিপিএলে সর্বাধিক রান সংগ্রাহক মুশফিকুর রহিম। তার ঝুলিতে রয়েছে ১২৩৭ রান। দ্বিতীয়স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫২ ইনিংস খেলে রিয়াদের সংগ্রহ ১২২১ রান।

রিয়াদের পরে স্থানে আছেন জাতীয় দলের ওপেনার বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। ৩২.৮৪ গড়ে বিপিএলে ১০৫১ রান করে তালিকার তৃতীয়স্থানে অবস্থান তার। তালিকার চতুর্থস্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।   ৫৩ ম্যাচ খেলে ১০৪৪ রান সংগ্রহ করেছেন এই ব্যাটসম্যান।

সাকিবের পরেই অবস্থান ১০৩১ রান করা কায়েসের। আর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে হাজারী ক্লাবে প্রবেশ করা এনামুল হকের নামের পাশে রয়েছে ১০২৪ রান।

Post a Comment

Previous Post Next Post