স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবুর উপর সন্ত্রাসী হামলায় মিজানুর রহমান নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।
শনিবার সকাল ১১টায় কুলাউড়া থানার এস আই জহিরুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ কুলাউড়া স্কুল চৌমহনা থেকে মিজানকে গ্রেপ্তার করে।
জানা যায়, ২৪ আগস্ট দুপুরে কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের মিছিলে বাকবিতন্ডার একপর্যায়ে মিজানুর রহমান নামের এক কলেজ ছাত্রলীগনেতা চা-পাতি দিয়ে কলেজ ছাত্রলীগ সভাপতির উপর হামলা করে। এতে কলেজ ছাত্রলীগ সভাপতি জাকারিয়া আল জেবু মারাত্মকভাবে আহত হয়।
এ ঘটনায় জেবুর মামা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।
কুলাউড়া থানার ওসি তদন্ত বিণয় ভূষণ রায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
