অনলাইন ডেস্কঃ চীনে একটি হাজার বছরের পুরনো সিরামিক বাটি বিক্রি হয়েছে ৩৮ মিলিয়ন ডলারে। ১৩ সেন্টিমিটার বা ৫ ইঞ্চি মাপের নীল ও সবুজ রংয়ের বাটিটি সং রাজবংশের একটি দুর্লভ সংগ্রহ। দাবি করা হচ্ছে, নিলামে বিক্রি হওয়া বাটিটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
এই দুর্লভ বাটিটি নিলামে তোলে ‘সোথেবাই’ নামের একটি নিলাম প্রতিষ্ঠান। তবে জানা বাটিটির ক্রেতা তাঁর নাম প্রকাশে অনিচ্ছুক হওয়ায় পরিচয় জানা যায়নি।
২০১৪ সালে মিং রাজবংশের একটি দুর্লভ বাটি ৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়।