অনলাইন ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টেস্টেও টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। আজ শুক্রবার দুপুর ২টায় বুমফন্টেইনে শুরু হয়েছে এই ম্যাচ।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। পরিবর্তে একাদশে ফিরেছেন রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও শুভাশীষ রায়। আর ইনজুরির কারণে বাদ পড়া তামিম ইকবালের পরিবর্তে দলভুক্ত হয়েছেন সৌম্য সরকার।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।