তীর খেলা বন্ধে কঠোর কর্মসূচী

তীর খেলা বন্ধে কঠোর কর্মসূচী


অনলাইন ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বৃহত্তর লালাবাজার এলাকায় তীর খেলা বন্ধে কঠোর কর্মসূচী গ্রহন করা হয়েছে।

২৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে লালাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল এর সভাপতিত্বে ও ইউপি সদস্য ফখরুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল।

উপস্থিত ছিলেন মুরব্বী মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা আশিক আলী, লালাবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এনাম মিয়া চৌধুরী, সেক্রেটারী নিজাম আহমদ, প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ, ইউপি সদস্য সৈয়দ ফয়জুল হোসেন ফয়লা, হেলাল আহমদ, আব্দুর রহিম, ফেরদৌস আহমদ, মুক্তার আহমদ, জুনেদ আহমদ, সিরাজ আহমদ, ইউপি সদস্য হাছনা বেগম, শিশুবান বেগম, কৃষি অফিসার ফারুক আহমদ, ইউপি সচিব খায়রুল ইসলাম, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সেক্রেটারি শফিক আহমদ শফি, বিশিষ্ট ব্যবসায়ী আলম রেজা, যুবলীগ নেতা জামাল উদ্দিন, সুরত আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় লালাবাজার এলাকার তীর খেলা বন্ধে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আগামী ২৯ অক্টোবর রোববার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় লালাবাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে পরবর্তী মতবিনিময় সভার তারিখ নির্ধারন করা হয়। উপরোক্ত সভা সফল করে তুলতে মসজিদভিত্তিক দাওয়াত, স্থানীয়দের মাধ্যমে সকল শ্রেণি পেশার মানুষের সাথে মত বিনিময় এবং ব্যাপক হারে প্রচারের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় প্রধান অতিথি দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল, লালাবাজার এলাকায় তীর খেলা বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় অধিবাসীদের সহযোগিতা কামনা করেন।

এদিকে একই দাবীতে বুধবার বিকেলে ইউনিয়নের নাজির বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান শফিক আহমদ, দক্ষিণ সুরমার থানা আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিলা মিয়া মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিত হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা আশিক আলী, লালাবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজাম আহমদ, সেক্রেটারী হেলাল আহমদ, বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং এলাকার সর্বস্থরের জনসাধারণ অংশ গ্রহন করেন।

এরপর ইউনিয়নের বাগের খলা গ্রামে অনুরুপ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, আলহাজ্ব মকবুল আলী, সৈয়দ মুক্তার হোসেন, শফিক আলী, মুহিবর রহমান, আব্দুর রহিম, ওবায়দুল হক সহ এলাকার জনসাধারণ অংশ গ্রহন করেন।

Post a Comment

Previous Post Next Post