লিডিং ইউনিভার্সিটিতে ইমার্জিং বিল্ডিং মেটারিয়ালস শীর্ষক সেমিনার

লিডিং ইউনিভার্সিটিতে ইমার্জিং বিল্ডিং মেটারিয়ালস শীর্ষক সেমিনার



অনলাইন ডেস্কঃ সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের নবীন-প্রবীণ সকল গ্রাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে গঠিত সিই এলামনির (CE Alumni) আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

"ইমার্জিং বিল্ডিং মেটারিয়ালস: টুডে অ্যান্ড টুমোরো" শীর্ষক সেমিনারটি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় সংলগ্ন হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের হলরুমে আয়োজন করা হয়।

প্রকৌশলী ফেরদৌস আব্বাস চৌধুরীর সঞ্চালনায় ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান আবুল আবরার মাসরূর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামরুজ্জামান বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞানের সুফলতার সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রকৌশলীদের সভ্যতার উন্নয়ন সাধন করতে হবে। লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগ সবসময় এরুপ গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন করে থাকে যা সিলেটের প্রকৌশলীদেরকে নিমার্ণ এবং স্থাপত্যশিল্পে আরো দক্ষ ও সচেতন করে তুলছে। আমি আশা করি, সুদূর ভবিষ্যতেও সিলেটের সার্বিক উন্নয়নে পুরকৌশল বিভাগ অগ্রণী ভূমিকা রাখবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির পুর এবং পরিবেশ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুশতাক আহমদ, লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. জহির বিন আলম ও সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রাহমান।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেটারিয়ালস এ্যান্ড মেটাল্লোর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আমিনুল ইসলাম। সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, আজ এবং আগামী বিশ্বের নির্মাণশিল্পে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি আধুনিক বিভিন্ন রকম সাস্টেইনেবল ও ইমার্জিং বিল্ডিং মেটারিয়ালস ব্যবহারের ভূমিকা ও তার নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

সেমিনারের সভাপতি পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান আবুল আবরার মাসরূর আহমেদ আগত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বিভাগের সকল নবীন-প্রবীণ গ্রাজুয়েট প্রকৌশলীদের একই ছাতার নিচে এনে একটি সুনির্দিষ্ট প্লাটফর্ম প্রদান ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে একটি উন্নত ও আধুনিক সমাজ গঠনে সিই এলামনি (CE Alumni) যথেষ্ট ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য যে, উক্ত সেমিনারে বিভাগের নবীন-প্রবীণ সকল গ্রাজুয়েট শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

Post a Comment

Previous Post Next Post