সৌদি রাজ প্রাসাদে হামলার চেষ্টা, কয়েকজন নিহত

সৌদি রাজ প্রাসাদে হামলার চেষ্টা, কয়েকজন নিহত


অনলাইন ডেস্কঃ সৌদি আরবের জেদ্দায় একটি রাজকীয় প্রাসাদে হামলার চেষ্টা চালানো হয়েছে। হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এ ঘটনায় হতাহতের নির্ভরযোগ্য কোনো খবর পাওয়া যায়নি। সৌদি সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
এ ঘটনার পরপরই সৌদি আরবের মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানকারী নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, সৌদি নিরাপত্তা বাহিনী উপকূলীয় শহর জেদ্দার আল সালাম রাজ প্রসাদের কাছে হামলার চেষ্টা নস্যাৎ করেছে। এতে এক আক্রমণকারী নিহত ও দুই রাজকীয় নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দেশটির নাগরিকদের ওই এলাকা ও এর আশপাশের এলাকায় ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে।  

রাজ প্রাসাদটি কিং আব্দুল আজিজ রোড ও আন্দালুস রোডের কাছাকাছি অবস্থিত। তবে সৌদি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো কিছু জানানো হয়নি।

আল-কায়েদা এবং ইসলামিক স্টেট সম্প্রতি দেশটিতে বেশ কয়েকবার হামলা চালায়। আক্রমণকারীরা দেশটির শিয়া অধ্যুষিত পশ্চিমাঞ্চল এবং নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে।

গত জুলাইয়ে মক্কার গ্রান্ড মসজিদে হামলার চেষ্টা নস্যাৎ করার দাবি করে সৌদি কর্তৃপক্ষ। সেই আক্রমণের দায় নিয়েছিল আইএস। সূত্র: আল-জাজিরা

Post a Comment

Previous Post Next Post