২ লাখ ৪৫ হাজার ৫৫০ জন রোহিঙ্গার নিবন্ধন হয়েছে

২ লাখ ৪৫ হাজার ৫৫০ জন রোহিঙ্গার নিবন্ধন হয়েছে


অনলাইন ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এখন পর্যন্ত দুই লাখ ৪৫ হাজার ৫৫০ জন রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় আনা হয়েছে।

পার্শ্ববর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের তালিকাভূক্ত করার অংশ হিসেবে এদের নিবন্ধন করা হচ্ছে।

মন্ত্রী রবিবার বলেন, আমরা এখন পর্যন্ত ২ লাখ ৪৫ হাজার ৫৫০ জন রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় এনেছি।

আসাদুজ্জামান খান বলেন, ২৫ আগস্ট থেকে ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এতে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার মোট সংখ্যা বেড়ে ১০ লাখে দাঁড়িয়েছে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট (ডিআইপি)’র মহাপরিচালক মেজর জেনারেল এম মাসুদ রেজওয়ান বলেন, ৮৫টি কেন্দ্রে প্রতিদিন গড়ে প্রায় ১৩ হাজার রোহিঙ্গাকে নিবন্ধন করা হচ্ছে।

তিনি বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করার জন্য প্রতিটি ওয়ার্কস্টেশনে কম্পিউটার, ল্যাপটপ, ল্যামিনেটিং মেশিন রয়েছে।

Post a Comment

Previous Post Next Post