স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া পৌর এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে আহত হয়েছেন ৭ জন। দূর্ঘটনাটি ঘটেছে ৩ অক্টোবর বিকেলে শহরের কাছুরকাপন এলাকায়।
আহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন জুড়ী উপজেলা উত্তর ভবানীপুর গ্রামের জামিল মিয়া (৩৫), আফিয়া বেগম (৩০), শাহিনা বেগম (২৫), রাকিব (১১), তামিম (১০), ভুগতেরা গ্রামের আব্দুল মিয়ার ছেলে গাড়িচালক ইমন মিয়া (২৫) ও জামিল মিয়ার ১ বছরের শিশু।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মূসার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রিয় কুলাউড়াকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি দুটি আমাদের হেফাজতে রয়েছে।