রাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহার করলে জরিমানা

রাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহার করলে জরিমানা


অনলাইন ডেস্কঃ আজকাল রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোনে কথা বলা, বার্তা পাঠানো কিংবা গেম খেলার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অনেকে প্রাণও হারাচ্ছেন। এসব ঘটনা দেখে শুনেও কাণ্ডজ্ঞান হচ্ছে না মানুষের।

সবথেকে ভয়াবহ বিষয়টি হলো রাস্তা পারের সময়ও অনেকে মোবাইলের স্ক্রিনে মাথা গুঁজে থাকেন। সাধারণ মানুষকে নানাভাবে সচেতন করেও কোনো লাভ হচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের শহর হনুলুলুতে কেউ এভাবে রাস্তায় হাঁটার সময় মোবাইল কিংবা যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের দিকে তাকালেই জরিমানার মুখে পড়বে।

কেউ এ আইন অমান্য করে রাস্তা পারাপারের সময় ডিজিটাল ডিভাইসসহ ধরা পড়লে প্রথমবার তাকে ১৫ থেকে ৩৫ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে। আর দ্বিতীয়বার একই ভুল করলে গুনতে হবে ৯৯ ডলার জরিমানা। জুলাই মাসে পাস হওয়া আইনটি কার্যকর হয়েছে ২৫ অক্টোবর থেকে।এপি

Post a Comment

Previous Post Next Post