ব্রাম্মণবাজারে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

ব্রাম্মণবাজারে আলোর পথ যাত্রীর আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ গাছ লাগান পরিবেশ বাঁচান" এই স্লোগানে কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন আলোর পথ যাত্রীর আয়োজনে শনিবার দুপুর ২টায় বৃক্ষরোপন কর্মসূচী আয়োজন করা হয়। আলোর পথ যাথী সংগঠনের সদস্য রিয়াদুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাম্মনবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম.এ.হাই। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক মঈনুর রহমান সাহান, আলোর পথ যাত্রী সংগঠনের সদস্য সাইফুল ইসলাম রাহাত, অর্জুন দেব নাথ, জুহের আহমদ চৌধুরী, জাহিদ হাসান, আশরাফুল ইসলাম মঈনুল, মেহরাজুল ইসলাম সুজন, রাহেল আহমদ,সিতুল বিশ্বাস প্রমুখ। এরপর অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করেন এবং বিদ্যালয়ের শ্রেণীকক্ষে যাতে ময়লা না হয় সে জন্য প্রতিটি কক্ষে ডাস্টবিন প্রদান করেন।

Post a Comment

Previous Post Next Post