![]() |
মৌলভীবাজারে পৌর কাউন্সিলরের উপর হামলায় বিক্ষোভ |
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক স্বাগত কিশোর দাস চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠন।
শনিবার ২৩ সেপ্টেম্বর দুপুরে শহরের চৌমুহনী পয়েন্টে দলীয় নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শাম্মির হাবিব চৌধুরী রবিন এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ নিশাত এর পরিচালনায় বক্তব্য রাখেন, গাজী মারুফ, সেলিম মোহাম্মদ সালাহ উদ্দিন, আহমেদ আহাদ, আবু বক্কর তালুকদার ও ফরিদ আহমদ ও সৈয়দ ময়নু হোসেনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, শুক্রবার রাতে ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক স্বাগত কিশোর দাস চৌধুরীর নিজ বাসায় হামলা চালিয়ে একই পরিবারের ৫ জন গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এঘটনায় শনিবার সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমনকে দায়ী ও প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা (মামলা নং-২২/১৭) দায়ের করেন আহত স্বাগত দাসের স্ত্রী জোনাকী দেব।