স্ন্যাক আজাদের গানের মডেল হলেন জনপ্রিয় মডেল তারকা মিলন খান

স্ন্যাক আজাদের গানের মডেল হলেন জনপ্রিয় মডেল তারকা মিলন খান


বিনোদন ডেস্কঃ স্ন্যাক আজাদের গানের মডেল হলে জনপ্রিয় মডেল তারকা মিলন খান ও উম্মে মেলিসা। প্রিয়তমা নামক শিরোনামে মিউজিক ভিডিও টি নির্মাণ করা হয়েছে। জানা গেছে এই  ভিডিওটি কলের গান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এবং কয়েকটি টিভি চ্যানেলে দেখানো হবে। প্রিয়তমা গানের কথা লিখেছেন শিল্পি স্ন্যাক আজাদ। গানটির সুর ও সংগীত করেছেন রাজেশ ঘোষ। গানটি নিয়ে স্ন্যাক আজাদ অনেক আশাবাদী। গান¬ ও মিউজিক ভিডিও সম্পর্কে মডেল মিলন খান বলেন, গানটি অসাধারন হয়েছে ও চিত্রনাট্য অনেক সুন্দর হয়েছে। গানটির চিত্রায়নে ছিলেন জি স্বাধীন। সব মিলিয়ে অনেক ভাল একটা কাজ হয়েছে আশা করি ভিডিও টি সবার ভাল লাগবে।  প্রিয়তমা গানটির সম্পর্কে মডেল উম্মে মেলিসা বলেন, প্রথমত গানটি আমার কাছে অনেক শ্রুতিময় ছিলো। গানটির মিউজিক ভিডিও নির্মাণটা অনেক ভালো লেগেছে তাই এ কাজটি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি আশা রাখি এই ভিডিওটি দর্শক ভালোভাব গ্রহন করবে। এই কাজ দিয়ে মিডিয়াতে আমার প্রথম পদচারণা। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের আরো অনেক ভালো কাজ উপহার দিতে পারি।

Post a Comment

Previous Post Next Post