অনলাইন ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে রবিবার এক বিমান হামলায় নয় আইএস জঙ্গি নিহত হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘রবিবার নানগড়হার প্রদেশের আচিন জেলায় জঙ্গিদের গোপন ঘাঁটিতে আফগান বিমানবাহিনীর অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) ৯ সন্ত্রাসী নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘রবিবার নানগড়হার প্রদেশের আচিন জেলায় জঙ্গিদের গোপন ঘাঁটিতে আফগান বিমানবাহিনীর অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) ৯ সন্ত্রাসী নিহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সেখানে অভিযান চালিয়ে আইএস সন্ত্রাসীদের অস্ত্র ও যানবাহন গুঁড়িয়ে দেয়া হয়।
তবে সরকারি নিরাপত্তা বাহিনীর সাথে এ যুদ্ধের ব্যাপারে জঙ্গি গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।