রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে তরিকুজ্জামান তরিককে সংবর্ধনা প্রদান

রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে তরিকুজ্জামান তরিককে সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টারঃ রক্তদান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তরিকুজ্জামান তরিকের প্রবাস যাত্রা উপলক্ষে সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিপলুল হক শিপলুর সভাপতিত্বে আবু সামাদ সুজেলের পরিচালনায় অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিরা গুলজান একাডেমীর অধ্যক্ষ ইফতেকার রেফুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিরা গুলজান একাডেমীর সহকারি শিক্ষিকা মোছাঃ রানু বেগম, বিলকিস চৌধুরি, উত্তম দেব, কুলাউড়া শাখার জল প্রভাত শিল্পী গুষ্টির পরিচালক আব্দুল কাইয়ুম, রক্তদান ফাউন্ডেশনের প্রচার সম্পাদক নাজমুল ইসলাম ও জল প্রভাত শিল্পী গুষ্টির সদস্য বৃন্ধ। ইসলামী সংগিত পরিবেশন করে জল প্রভাত শিল্পী গুষ্টি মৌলভীবাজার।

Post a Comment

Previous Post Next Post