কমলগঞ্জে বাল্য বিয়ের কারনে বর ও বরের পিতা শ্রীঘর

কমলগঞ্জে বাল্য বিয়ের কারনে বর ও বরের পিতা শ্রীঘর

হিফজুর রহমান তুহিনঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নেরর পারুয়াবিল ইসললামাদে বাল্য বিয়ে করতে এসে বর একই ইউনিয়নের মাধবপুর চা বাগান এলাকার মোঃ ময়না মিয়ার তৃতীয় পুত্র মোঃ রশীদ মিয়া (১৭) কে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত করে কমলগঞ্জ থানার এস আই শহিদুল হককে তাদের কে আটকের নির্দেশ দেন। একই সাথে বাল্য বিয়ের ঘটনায় জড়িত থাকায় সাইফুর ইসলাম ও কনের মাকেও আটকের নির্দেশ দিলে জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে এলাকাবাসীর জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

বরের বড় ভাই ও স্হানীয় সূত্র জানা যায়, মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল ইসলামাবাদ গ্রামের মৃত মোঃ আরব উল্ল্যার কন্যা আছিয়া আক্তার (১৫) এর সাথে একই ইউনিয়নের মাধবপুর চা বাগান এলাকার মোঃ ময়না মিয়ার পুত্র টলি চালক মোঃ রশীদ মিয়ার সাথে শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিলো। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল সহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ গন দুপুরে রফিক মিয়ার বাড়ীতে উপস্হিত হয়ে বাল্য বিয়ের আসর ভেঙ্গে দেন।এসময় বাল্য বিয়ে হবে না মর্মে প্রতিশ্রুতি দেন মেয়েটির পরিবার সহ গ্রাম পঞ্চায়েতের লোকজন।ঐ সময় সে বাড়ীতে উৎসুক জনতার ভীড় জমে যায় বরকে এক নজর দেখার জন্য।

এদিকে বর রশীদ মিয়া ও তার পিতা ময়না মিয়ার বিরুদ্ধে এর পূর্বেও বাল্যবিয়ের পায়তারার অভিযোগ মিলায়,তাদের দু'জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

Post a Comment

Previous Post Next Post