মুসলিম হত্যা বন্ধের প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল

মুসলিম হত্যা বন্ধের প্রতিবাদে বিয়ানীবাজারে  বিক্ষোভ মিছিল

মিসবাহ উদ্দিনঃ মায়ানমারে অব্যাহত রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ঈমাম সমিতির।  শুক্রবার ২২/০৯/১৭.ইং বাদ জুম্মা মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ করে। জাতীয় ঈমাম সমিতির ব্যানারে বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
 
বিক্ষোভ মিছিল শেষে পৌরশহরের নিউমার্কেট মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে রোহিঙ্গা হত্যা ও নিপিড়ন বন্ধ করে মায়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।
 
মুসলিম হত্যা বন্ধের প্রতিবাদে বিয়ানীবাজারে  বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিলে বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল হাকিম, প্রচার সম্পাদক কামাল হোসেনসহ  মাওঃ শিহাব উদ্দিন, সংবাদ কর্মী মিসবাহ উদ্দিন , সাইবার দল নেতা সুমন খা , জাবেদ, ইকবাল,  সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Post a Comment

Previous Post Next Post