কমলগঞ্জে কোরবানীর পশুর হাটগুলো রমরমা; দাম ছাড়ছে না বিক্রেতারা

হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জঃ কমলগঞ্জে কোরবানীর পশুর হাট রমরমা জমেছে কিন্তু দাম ছাড়ছে না বিক্রেতা। সরজমিনে গিয়ে দেখা যায় -পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার শমশের নগর, আদমপুর বাজার, শহীদনগর বাজার ও কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার সহ সকল হাট বাজারে বিভিন্ন স্থানে দেশীয় প্রজাতি গরু ছাগলের হাট রমরমা হয়ে উঠেছে। সেই সাথে ক্রেতাদের উপস্থিতিটাও বেশ লক্ষণীয়। হাট-গুলোতে তুলনা মূলক ভাবে গরু দাম কিছুটা কম হলেও সাধারন কৃষকদের হাল নাগালের বাহিরে। বন্যায় কৃষকদের ধান ক্ষেত ক্ষতিতে পুষিয়ে নিতে পারছেনা। গরুর দাম কিছুটা কম থাকলেও মধ্যবিত্তরা কিনতে হিমশিম খাচ্ছেন, আর ক্রেতারা এ বাজার থেকে অপর বাজারে চুটছেন তাদের কোরবানীর পশু কেনার জন্য জন্য। অপর দিকে বাজারে আসা কিছু ব্যবসায়ীরা বলেন, বাজারে ক্রেতারদের উপস্থিতি থাকলে ও বেচা কেনা বেশি নেই কারন মানুষের অভাবের সময় যাচ্ছে। শেষ সময়ে অবশ্যই বেচাকেনা কিছু ভালো হবে বলে তারা আশা করছেন।

Post a Comment

Previous Post Next Post