শ্রীমঙ্গলে বিজিবি’র উদ্যোগে বৃক্ষরোপণ ও পোনামাছ অবমুক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া খেতাব প্রাপ্ত দুই মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেছে বিজিবি’র শ্রীমঙ্গল সেক্টর। একই সঙ্গে শ্রীমঙ্গল সেক্টর ও ৪৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ফলজ গাছের চারা রোপণ ও সেক্টর এলাকার বড় দুটি পুকুর ও লাউয়াছড়া বন এলাকায় দেশীয় মাছের পোনা আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।

খেতাবপ্রাপ্ত এই দু’জন মুক্তিযোদ্ধা হলেন- বীর প্রতীক ফোরকান উদ্দিন ও বীর বিক্রম মরহুম আব্দুল মালেক চৌধুরী।

বুধবার দুপুরে বধ্যভূমি-৭১’ প্রাঙ্গনে বিজিবি’র প্রাক্তনে এ দুই খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাকে শ্রীমঙ্গল সেক্টরের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও নগদ অর্থের চেক তুলে দেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলাম।

তিনি বিজিবি’র পক্ষ থেকে ফোরকান উদ্দিন বীর প্রতীককে ৯০ হাজার ও মরহুম আব্দুল মালেক চৌধুরী বীরবিক্রম এর পক্ষে তাঁর ছেলে মো. হামিদুর রহমান চৌধুরীর হাতে ১ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন।

এর আগে শ্রীমঙ্গল সেক্টর ও ৪৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ফলজ গাছের চারা রোপণ ও সেক্টর এলাকার বড় দুটি পুকুর ও লাউয়াছড়া বন এলাকায় হৃদে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো.আশরাফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম আনিসুজ্জামান, ৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল জামান, সেক্টর এসএমও লে. কর্নেল কায়েস, মেজর শাহীনুল ইসলাম, মেজর এবিএম খালেদ হায়দার, শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. ইদ্রিস আলী ও যুগ্ম সম্পাদক শামীম আক্তার হোসেনসহ বিজিবি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও জওয়ানারা।

উল্লেখ্য ‘বিজিবি বৃক্ষরোপণ সপ্তাহ’ উপলক্ষে বিজিবি সদর দপ্তর থেকে সারাদেশে সোয়া লাখ বিজিবি’র একেকজন সদস্যকে গত ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত কমপক্ষে ৫টি ফলজ ও বনজ গাছের চারা রোপণের আহবান জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post