একাত্তর টিভির ওয়েবসাইট হ্যাক

অনলাইন ডেস্কঃ একাত্তর টেলিভিশনের ওয়েবসাইট হ্যাক হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে সাইটটিতে ঢুকেই দেখা যায় ‘HACKED BY Amjonota’।

হ্যাকিংয়ের পর ওই হ্যাকার গ্রুপ থেকে বলা হয়েছে, ‘নাস্তিক মিডিয়া: ইসলাম বিদ্বেষী কার্যক্রম বন্ধ করো’।

ওয়েবসাইটটির অ্যাডমিনকে উদ্দেশ্য করে আরও বলা হয়, ‘Dont Dare To Try Recover Your Site!!! First A Fall Share This news In your own Channel That You Got Hacked!!! We Will Give You Full Access Back! If You try to recover witout sharing news we will down your server for ever.’

বুধবার দিবাগত রাতে তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা তার ফেসবুক ওয়ালে স্ট্যাটাসে বিষয়টি জানান।

তিনি লিখেছেন, ‘ব্রেকিং নিউজ: একাত্তর টিভির ওয়েবসাইট হ্যাক।’

Post a Comment

Previous Post Next Post